বাবুগঞ্জে সাংবাদিক পিতার ইন্তেকাল

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৭ পিএম
বাবুগঞ্জে সাংবাদিক পিতার ইন্তেকাল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের নতুনহাট নিবাসী মো. আলাউদ্দিন ফরাজি আর নেই। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১১টা ৫৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুম মো. আলাউদ্দিন ফরাজি বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ও সাংবাদিক মোঃ ওবায়দুল হক উজ্জ্বল-এর পিতা। এছাড়া তিনি বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ পত্রিকার বাবুগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আরিফ হোসেন-এর বড় মামা ছিলেন।

স্থানীয়ভাবে তিনি নম্র, ভদ্র ও মার্জিত ব্যক্তিত্বসম্পন্ন একজন সৎ মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে বাবুগঞ্জের সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের নামাজের জানাজা একই দিন মাগরিব নামাজের পর তাঁর নিজ বাড়ি রাকুদিয়া গ্রামে অনুষ্ঠিত হবে। জানাজায় সকল ধর্মপ্রাণ মুসলমান ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছেন তাঁর পরিবার ও সহকর্মীরা। আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-আমীন।

আপনার জেলার সংবাদ পড়তে