সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে প্রার্থনা

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৪:১০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় টাঙ্গাইলে প্রার্থনা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) সন্ধায় টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালীবাড়ীর নাট মন্দিরে এ প্রার্থনা অনুষ্ঠিত হয়। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্ট্রি শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমল ব্যানার্জী, টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালীবাড়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, জেলা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ।

শ্রীশ্রী বড় কালীবাড়ী কমিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল শ্রীশ্রী বড় কালীবাড়ীর হরিসভার সদস্যবৃন্দ ও ভক্তবৃন্দ প্রার্থনায় অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে