গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি উপজেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে উপজেলা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী ৫ দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির যৌক্তিক ৫ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনে আমরা এক কাতারে। দুনিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশের সরকারি কর্মচারীদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। তাদের ন্যায্য অধিকার আদায়ে ৫ দফা বাস্তবায়ন এখন সময়ের দাবি। বিশেষ করে ৯ম জাতীয় পে-স্কেলের দাবিটি দীর্ঘদিনের, যা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। চতুর্থ শ্রেণির কর্মচারীদের জীবনমান উন্নয়ন, বেতনভাতা বৃদ্ধি, পেনশন সুবিধা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত না হলে কর্মচারীরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি বাস্তবায়নের আহ্বান জানান। ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না বলে জানান আন্দোলনরত কর্মচারীরা।