তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ২ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৫ পিএম | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩২ পিএম
তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে কোনো আলোচনা হয়নি: স্বরাষ্ট্র উপদেষ্টা

সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানালেন, বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। রাজনৈতিক অঙ্গনে আলোচিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও কোনো আলোচনা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বৈঠকের পর সাংবাদিকরা তারেক রহমানের দেশে ফেরা সংক্রান্ত প্রশ্ন তুললে উপদেষ্টা জানান, এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, দেশে সবার জন্য নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, প্রয়োজন অনুযায়ী বিশেষ ব্যক্তিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও প্রস্তুত আছে। তার ভাষায়, “বাংলাদেশে কারও নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নেই, সবার স্ট্যাটাস অনুযায়ী নিরাপত্তা দেওয়া হয়।”

প্রেক্ষাপটে উঠে এসেছে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকে সামনে রেখে বাড়তি নিরাপত্তা এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিতকরণের বিষয়। উপদেষ্টা জানান, বিভিন্ন সংস্থার তথ্য এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ভিত্তি করেই ঝুঁকিপূর্ণ এলাকার তালিকা তৈরি হয়। তিনি বলেন, “তালিকাটা এখনই দেওয়া যাবে না, পরিস্থিতির সঙ্গে তালিকা পরিবর্তন হতে থাকে, চূড়ান্ত হলে জানানো হবে।”

বৈঠকে বর্ডার সিকিউরিটি, মাদক নিয়ন্ত্রণ, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। নির্বাচনকালীন সীমান্ত নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশের সুযোগ না থাকে। বডি ওর্ন ক্যামেরা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রয়োজন মতো সংগ্রহ করা হবে এবং এরই মধ্যে আসা ক্যামেরাগুলো দিয়ে প্রশিক্ষণ চলছে।

গোপন তথ্য ও সংস্থার সক্ষমতা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সব খবর জানানো যায় না, কিছু তথ্য গোপন থাকতেই হয়।” ফোনে আড়ি পাতার প্রশ্নে তিনি জানান, কেবল অনুমোদিত সংস্থারাই এ ধরনের কার্যক্রম পরিচালনা করে। পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, পুরো প্রতিবেদন পড়ে তিনি মন্তব্য করবেন এবং সুপারিশগুলো বাস্তবায়ন করা হবে।

সচিবালয়ে অনুষ্ঠিত কোর কমিটির সভায় সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি কীভাবে সাজানো হবে, তা নিয়েও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে