কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় জাসদের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ পিছিয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ নতুন তারিখ হিসেবে ৭ ডিসেম্বর ঠিক করেছে। ট্রাইব্যুনালের আদেশে জানানো হয়, সাক্ষ্যগ্রহণের প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় দিন পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মামলার নথিতে দেখা যায়, ইনুর বিরুদ্ধে ছয়জনকে হত্যা সহ মোট আটটি অভিযোগ রয়েছে। এর আগে সোমবার (১ ডিসেম্বর) তার বিরুদ্ধে দুইজন সাক্ষ্য দিয়েছেন। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, প্রত্যেকটি অভিযোগের পৃথক প্রেক্ষাপট থাকায় সাক্ষ্যগ্রহণে সময় লাগছে এবং সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে।
একই দিনে ট্রাইব্যুনাল ২ এ আরেকটি আলোচিত মামলায় জবানবন্দি দিচ্ছেন তদন্ত কর্মকর্তা জানে আলম খান। আশুলিয়ায় সাতজনকে হত্যা এবং ছয়টি মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় এই মামলায় আসামি সংখ্যা ১৬, যার মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ আটজন পলাতক। গ্রেফতার অবস্থায় থাকা আরও আট আসামির উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ চলছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলের বর্ণনা, প্রত্যক্ষদর্শী ও সংগ্রহ করা প্রমাণ একত্রে মামলার অগ্রগতিকে সামনে আনছে।
এদিকে ট্রাইব্যুনাল ১ এ জুলাই অভ্যুত্থানকালীন রামপুরার ঘটনায় আমির হোসেনকে কার্নিশে ঝুলন্ত অবস্থায় গুলি এবং আরও দুইজনকে হত্যা করা হয়। এই মামলাতেও সাক্ষ্যগ্রহণ চলছে। একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হয়, বাকি চারজন পলাতক রয়েছেন। মামলার বিচার শুরুর আদেশ দেওয়া হয় ১৮ সেপ্টেম্বর, হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর।
ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, চলমান তিন মামলাই অত্যন্ত সংবেদনশীল। প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে শুরু করে ঘটনাস্থলের প্রমাণ, সবকিছু যাচাই করে বিচারিক সত্য প্রতিষ্ঠা করা হচ্ছে।