প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে

কটিয়াদীতে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) :
| আপডেট: ২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৬ পিএম | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৬ পিএম
কটিয়াদীতে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মচারীগণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতী ও অবস্থান কর্মসূচী পালন করে। প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবীতে এ কর্মসূচি পালন করা হয়। 

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে অবস্থান ও কর্মবিরতি পালন কার্যক্রমে অংশ গ্রহণ করেন উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা , পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীগন । এসময় বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ পরিদর্শকা প্রভাতী সরকার, সেলিনা আক্তার, পরিবার পরিকল্পনা পরিদর্শক রাজীব কুমার সরকার, নাজমুল হক, আলম মিয়া প্রমূখ। দাবী দ্রুত না মেনে নিলে, পরবর্তিতে আরও কঠোর কর্মসূচী প্রদান করা হবে বলে জানান। কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এই কর্মসূচী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এ সময় মাসিক রিপোর্ট, দৈনিক সেবা কার্যক্রম এবং সেবা সপ্তাহসহ সকল কার্যক্রম  বন্ধ থাকবে। কর্মবিরতি সকাল ১০:০০টা থেকে দুপুর ২:৩০ মিনিট পর্যন্ত চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে