সাবেক তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নওগাঁর পোরশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোরশা কৃষি ব্যাংক সংলগ্ন স্থনে বিশিষ্ট সমাজসেবক মোস্তফা শাহ্ এর উদ্যেগে আয়োজিত দোয়া মাহফিলে নওগাঁ-১ আসনের বিএনপি সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান অংশ গ্রহণ করেন। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হোসেন বাবু, ছাত্রদলের যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ সহ বিএনপি এর অংগ সংগঠন সমূহের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।