পাবনার সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।মঙ্গলবার(২ডিসেম্বর)সাঁথিয়া পৌরসভাধীন কালাইচাড়া গ্রামের আবু ইউসুফ মোল্লার ছেলে আগুনে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্ত সমির উদ্দিন মোল্লার পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার,ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)রিজু তামান্না বলেন,‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগুনে বাড়ি পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারকে শুকনো খাবার,ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।উপজেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে।’
সোমবার সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও পৌর প্রশাসক আসিফ রায়হান ক্ষতিগ্রস্ত পরিবারকে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছেন।
উল্লেখ্য,রোববার (৩০নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন কালাইচাড়া গ্রামের সমির উদ্দিন মোল্লার আগুনে দুটি টিনে ঘর এবং ঘরে রক্ষিত ধান,পাট,চাল,পেঁয়াজ,গম,হাঁস মুরগি,ছাগল,নগদ টাকা ও আসবাবপত্র পুরে ভস্মিভূত হয়ে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।