নওগাঁর মান্দা উপজেলার কালিকাপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ‘আলোর সন্ধানে অটিস্টিক, বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী বিদ্যালয়’ এবং ‘দক্ষিণ নূরুল্লাবাদ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়’ দুটিতে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা উপসহকারী প্রকৌশলী নজরুল ইসলাম, নূরুল্লাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জায়দুর রহমান মন্ডলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে হারমোনিয়াম, হুইলচেয়ার, হেয়ারিং মেশিন, পিকচার বোর্ড, সাদা ছড়ি ও অন্যান্য সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এ সহায়তা প্রদান করা হয়েছে। যাতে করে তারা শিক্ষা ও জীবনের অন্যান্য ক্ষেত্রে এগিয়ে যেতে পারে।