ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দূর্ঘটনায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।নিহত কনস্টেবলের নাম আনিচুজ্জামান (বিপি-৭৯১১১৭২৯৫১), তিনি কোটচাঁদপুর থানায় বেতারে চাকুরীরত ছিলেন।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার(২ডিসেম্বর)সকালে কনস্টেবল আনিচুজ্জামান মহেশপুরে তার ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় আসছিলেন। এসময় শহরের প্রধান সড়কের বলুহর বাসষ্ট্যাণ্ডের অদূরে তালমিলের সামনে এদূর্ঘনাটি ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান, সকাল ১০টার দিকে একটি খালি ট্রাক নং-(ঢাকা মেট্রো-ট-২২-০৩৪৩)পিছন দিক থেকে মটরসাইকেল আরোহী পুলিশ কনস্টেবলকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।নিহত পুলিশ কনস্টেবল আনিচুজ্জামান চুয়াডাঙ্গার দর্শনা থানার রামনগর গ্রামের মহিউদ্দীনের ছেলে।কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান- লাশ উদ্ধার করে নিয়ম অনুযায়ী মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটকসহ জিজ্ঞাসাবাদের জন্য ট্রাক মালিক আসাদুল ইসলাম মাষ্টারকে থানায় আনা হয়েছে। ট্রাক চালক পলাতক রয়েছে।