সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আগামী ৬ ডিসেম্বর ৮ দলের বিভাগীয় সমাবেশ সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা ও মহানগর ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতারা আলিয়া মাঠ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় নেতৃবৃন্দ জানান, আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি এবং গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় নিশ্চিত করতে ৬ ডিসেম্বরের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নেতৃবৃন্দ জানান, যথাযথ প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং সমাবেশ দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, সমাবেশকে ঘিরে পুরো নগরী সমাবেশের নগরীতে পরিণত হবে এবং ৮ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই মহাসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস নেতৃবৃন্দ আলহাজ্ব মাওলানা এমরান আলম, মাওলানা ইকবাল হোসাইন, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালুকদার, জাগপা নেতা শাহজাহান আহমদ সাজু এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কবির আহমদ।
৮ দলের নেতারা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ সহযোগী দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট বিভাগীয় এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যা হবে সিলেটের ইতিহাসে স্মরণীয় এক গণসমাবেশ।
মাঠ পরিদর্শনে সন্তোষ প্রকাশ করে তারা বলেন, ৫, ৬ ও ৭ ডিসেম্বর একই মাঠে চরমোনাই পীর সাহেবের মাহফিল থাকলেও ৬ ডিসেম্বরের মাহফিল সন্ধ্যার পর শুরু হওয়ায় সমাবেশের কার্যক্রমে কোনো ধরনের সমস্যা হবে না।