নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু গণসংযোগ করছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনাল চত্বর ও জেলা হাসপাতাল মার্কেটে গণসংযোগ করেন তিনি।
এ সময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নড়াইল-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আতাউর রহমান বাচ্চু বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে নির্বাচনী এলাকার সবপ্রান্তে গণসংযোগ করেছি। সর্বত্র ঘুরে ভোটারদের মন বোঝার চেষ্টা করেছি। অতীতেও নড়াইল-২ আসনে জামায়াতের ভোটার ও জনবল শক্তি ছিল। এখন সেই দৃশ্যপট আরও শক্তিশালী হয়েছে। বিগত ১৬ বছরে বিভিন্ন হামলা-মামলা নিয়েও গণমানুষের মাঝে থাকার চেষ্টা করেছি। তবে, বাধার কারণে সর্বত্র যেতে পারিনি। ৫ আগস্ট পরবর্তী সময় থেকে সবসময় মানুষের কাছাকাছি থেকেছি। আশা করছি নড়াইল-২ আসনের ভোটাররা জামায়াতের প্রার্থীকে বেছে নিবেন ইনশাআল্লাহ।