এক সময় ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের প্রাণ কেন্দ্র মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও পৌর পাঠাগারের মধ্যবর্তী খালি জায়গায় পৌরসভার জমিতে শিশু পার্ক ছিল, ছিলো দৃষ্টিনন্দন ফুলের বাগান। শিশুরা ওই পার্কে খেলাধুলা করতো। চলতি পথে পথিকেরা কিছু সময় দাঁড়িয়ে দেখতো শিশুদের খেলাধুলার মনোরম দৃশ্য। পরবর্তীতে পৌরকতৃপক্ষের অবহেলার কারণে শিশুপার্কটি ধিরে ধিরে বিলিন হয়ে গেছে। তারপরও এখানেই খোলা মাঠে শিশুরা খেলা করে। বর্তমানে এই জায়গাটিতে মার্কেট করার জন্য টেণ্ডারের কাজও সমাপ্ত করে গেছেন ৫ আগষ্টের আগ মূহুর্তে ফ্যাসিষ্ট সরকারের আর্শিবাদপুষ্ঠ বিদায়ী মেয়র শহিদুজ্জামান সেলিম। ফলে এ টেণ্ডারের বিরুদ্ধে শহরবাসী ফুঁসে উঠেছে। যার ফলশ্রæতিতে রোববার (৫জানুয়ারী ) সকাল ১১টায় ওই মাঠের (পূর্বের শিশু পার্ক) রাস্তার ধারে প্রগতিশীল নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন করেছে শহরবাসী। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ শিশু ও তাদের অবিভাবকরা। ১ঘণ্টা চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রগতিশীল নাগরিক সমাজের সভাপতি শরিফুজ্জামান আগা খান, সাধারণ সম্পাদক একে এম হামিদুল হক রিপন, পৌর মহিলা কলেজের অধ্যক্ষ শরিফুজ্জামান তুহিন, বদিউজ্জামান খান বদু, মনিরুজ্জামান শান্তি, পিণ্টু বিশ্বাস। মানববন্ধন শেষে শহরবাসীর পক্ষে “প্রগতিশীল নাগরিক সমাজের নেতৃবৃন্দ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর একটি স্বারকলিপি জমা দেন উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে। মানববন্ধনে বক্তরা বলেন, শিশুদের খেলাধুলা ও মেধা বিকাশের জন্য তৎকালিন পৌর চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান দৃষ্টিনন্দন এ শিশু পার্কটি গড়ে তোলেন। পরবর্তীতে পৌরচেয়ারম্যান বা মেয়রদের অবহেলায় ধিরে ধিরে শিশু পার্কের অবকাঠামো বিলিন হয়ে যায়। তারপরও এই জায়গাতেই শিশুরা খেলাধুলা করে। এটি শিশু পার্ক হিসাবে উন্নয়নের দাবী ছিলো শহরবাসীর দীর্ঘদিনের। অথচ স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের আর্শিবাদপুষ্ঠ বিদায়ী মেয়র শহিদুজ্জামান সেলিম পৌরবাসীর দাবী উপেক্ষা করে এ জায়গাটি পৌর মার্কেট করার জন্য ৫আগষ্টের আগেই টেণ্ডার করে গেছেন। বক্তরা বলেন, আমাদের সন্তানদের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবী জানাচ্ছি এই জায়গাটির মার্কেটের টেণ্ডার বাতিল করে পূর্বের মত শিশু পার্ক তৈরী করা হোক।