নোয়াখালী'র বেগমগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন মো.কায়েসুর রহমান। জেলা প্রশাসক এর কার্যালয়ে যোগদান শেষে মঙ্গলবার সকালে বেগমগঞ্জ উপজেলায় দায়িত্ব গ্রহণ করেন। তিনি সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা, আর. এম শাখা) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন মিরকাদিম পৌরসভার। তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বেগমগঞ্জ সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহাদাত হোসেন। সদ্য বিদায়ী ইউএনও মোঃ আরিফুর রহমান প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি পেয়ে বদলি হওয়ায় অতিরিক্ত দায়িত্বে ছিলেন বেগমগঞ্জ সহকারী কমিশনার ভূমি। এর আগে নতুন (ইউএনও)কে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।