বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির উদ্যোগে মঙ্গলবার বাদ আছর রাজধানীতে এক কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেন দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা এবং মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা। দেশনেত্রীর সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনডিপির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট ফরিদ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আশরাফুজ্জামান, গোলাম মোস্তফা রাজু, মাহামুদুল হাসান মইন, মোতালেব হোসেন, মোঃ আসমত আলীসহ দলের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ গণতন্ত্র, মানবাধিকার ও দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া কামনা করছি।” মহাসচিব মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, “বেগম জিয়া আজ গুরুতর অসুস্থ। তাঁর মুক্তি ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারকে মানবিক হতে হবে। দেশের মানুষ চাইছে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করুন।” চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা বলেন, “গণতন্ত্রের মা খ্যাত বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ের মানুষ। তাঁর সুস্থতা আমাদের জাতীয় রাজনৈতিক স্থিতি ও ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত। আমরা সবাই তাঁর পাশে আছি এবং আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।” দোয়া মাহফিলে দেশের কল্যাণ, স্থিতিশীলতা, শান্তি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যও বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশবাসীর প্রতি আহ্বান জানান—নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার এবং চলমান গণতান্ত্রিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার।