অশ্রু সজল চোখে বিদায় দিলেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বাংলাদেশের প্রধান হুমা খানকে

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ পিএম
অশ্রু সজল চোখে বিদায় দিলেন জাতিসংঘের মানবাধিকার দপ্তরের বাংলাদেশের প্রধান হুমা খানকে

মঙ্গলবার সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত “মায়ের ডাক” এর আয়োজনে জাতিসংঘের মানবাধিকার দফতর (ঙঐঈঐজ)-এর বাংলাদেশ প্রধান হুমা খানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। এ আবেগঘন আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরু থেকেই ছিলো গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও বিদায়ের বেদনায় আবেশময় পরিবেশ। অশ্রুসজল চোখে “মায়ের ডাক”-এর সভাপতি হাজেরা খাতুন, সানজিদা ইসলাম তুলি, আফরোজা ইসলাম আখি, মারুফা ইসলাম ফেরদৌসী, মো. মঞ্জুর হোসেন ঈসাসহ নেতৃবৃন্দ ও কর্মীরা হুমা খানের প্রতি তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। সবাইকে আবেগাক্রান্ত হতে দেখা যায়, বিশেষত তাঁর দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ড স্মরণ করতে গিয়ে। বক্তারা তাঁদের বক্তব্যে হুমা খানের দায়িত্বকালীন সময়ের একাধিক গুরুত্বপূর্ণ অর্জন তুলে ধরেন। বিশেষত জুলাই-অভ্যুত্থানের পর ন্যায়বিচার প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের পুনরুদ্ধার প্রক্রিয়ায় ঙঐঈঐজ-এর কার্যকর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ বলেন, তিনি শুধু একজন আন্তর্জাতিক মানবাধিকার নেতা নন; বরং বাংলাদেশের নিপীড়িত মানুষের কণ্ঠস্বর, অধিকার আর নিরাপত্তার নির্ভরতার প্রতীক। নিজ বক্তব্যে হুমা খান বাংলাদেশের গুম, গোপন আটক, মানবাধিকার লঙ্ঘনসংক্রান্ত সত্য উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আন্তর্জাতিক মানদণ্ডে কাজ চালিয়ে যাওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা শুধু একটি নীতি নয় এটি ভুক্তভোগীদের অধিকার এবং রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবাধিকার রক্ষায় তিনি তাঁর আন্তরিক ভূমিকা পালন করে যাবেন বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে “মায়ের ডাক”-এর পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সবাই জানান, হুমা খানের মানবিকতা, সাহস এবং নীতিনিষ্ঠ কার্যক্রম তাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং দেশবাসীর কাছে মায়ের ডাক এর পক্ষ থেকে খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য আহ্বান জানানো হয়।

আপনার জেলার সংবাদ পড়তে