রংপুরের পীরগাছায় চরাঞ্চলের জমি দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দরবেশ হোসেন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার ছালা ইউনিয়নের গাবুরার চর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত দরবেশ হোসেন ওই এলাকার সিপার আকন্দের ছেলে। স্থানীয়রা জানান, গতকাল রোববার দুপুরে পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের গাবুড়ার চড় এলাকায় সরকারি খতিয়ান ভূক্ত খাস জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় সবুর মেম্বার ও ইসমাইল মেম্বার গ্রুপের লোকজন এর সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আতদের মধ্যে কয়েক জনকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠানো হলেও দরবেশ হোসেন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে। এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, দুপুর ১ টার দিকে জমি দখলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে । এ সময় দরবেশ নামে একজন ঘটনাস্থলে মারা যান । খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।