নীলফামারীর তিন উপজেলায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ পিএম
নীলফামারীর তিন উপজেলায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা

নীলফামারী জেলার তিন উপজেলায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদান করেছেন। নীলফামারী সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোবাশ্বিরা আমাতুল্লাহ যোগদান করেন। নীলফামারী জেলার গুরুত্বপূর্ণ উপজেলা হল সদর। নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা যোগদানের ফলে জনগন আশা করেন অনিয়মগুলো আর থাকবে না। অতীতে এখানে এক নারী কর্মকর্তা যোগদানের পর তিনি জড়িয়েছিলেন অনিয়মের জালে। যা বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ হয়।

জেলার অবহেলিত উপজেলা কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি ছিলেন আশরাফুল ইসলাম। তিনি ছিলেন একজন অসৎ অফিসার। গরীব অসহায় মানুষ তার কাছে ন্যায় বিচার পেতেন না। হত্যা চেষ্ঠা মামলার আসামী গ্রেফতার না করে তিনি অর্থের বিনিময়ে উল্টো আসামীর পক্ষ নিয়ে বাদীর ভাইকে গ্রেফতার করে জেলে ভরেন। ওই বাদী কেঁদে কেঁদে থানার সামনে দুহাত তুলে মহান আল্লাহকে বিচার দিয়ে চলে যান।

এ উপজেলায় তানজিমা আঞ্জুম সোহানিমা যোগদান করেছেন। তিনি এ বিষয়গুলোর দিকে নজর দেবেন এমন আশা করেন কিশোরগঞ্জবাসী।এদিকে নীলফামারী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা হল সৈয়দপুর। আর এ  সৈয়দপুর উপজেলায় মিজ ফারাহ ফাতেহা তাকলিমা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এই প্রথম নীলফামারী জেলার তিন উপজেলায় এক সাথে তিন নারী নির্বাহী কর্মকর্তার যোগদান।

আপনার জেলার সংবাদ পড়তে