মেহেরপুরের মুজিবনগরে বিদেশি অস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ নাহিদ হাসান রাজু নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৩ ডিসেম্বর) ভোররাতে মেহেরপুর সেনা ক্যাম্পের সদস্যরা রসিকপুর গ্রামের তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক কে। আটক নাহিদ হাসান রাজু মোনাখালি ইউনিয়নের রশিদপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকার মোশারফ হোসেনের ছেলে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাহিদ হাসান রাজু নিজ বাড়িতে অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ভোর ৩ টার দিকে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করে। এ ঘটনায় নাহিদ হাসান রাজুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।