কাউখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৪ পিএম
কাউখালীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ‘কমপ্লিট শাটডাউন’ পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর তিন দফা দাবি বাস্তবায়নে এবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বুধবার (৩ ডিসেম্বর) থেকে কাউখালী উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের একাই বার্ষিক পরীক্ষা নিতে দেখা গেছে।

কাজী হারুন অর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিথীকা সাহা বলেন, শিক্ষকদের শটডাউনের কারণে বাধ্য হয়ে একাই বার্ষিক পরীক্ষা নিতে হচ্ছে।

শিক্ষার্থীর অভিভাবক রিয়াদ মাহমুদ জানান, শিক্ষার্থীদের জিম্মি করে এই ধরনের কর্মসূচি খুবই দুঃখজনক, সরকারের তাদের ন্যায় দাবী সমূহ মানা উচিত এবং এই ধরনের কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান, বিদ্যালয় গুলোতে বার্ষিক পরীক্ষা হচ্ছে কিনা তা দেখতে আমরা সকল স্কুল পরিদর্শন করছি।

উপজেলা নির্বাহী অফিসার, সজল মোল্লা জানান, বার্ষিক পরীক্ষায় কোন শিক্ষক যদি অসহযোগিতা করে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২ডিসেম্বর) থেকে শিক্ষকরা তাদের তিন দফা দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি জন এ সকল কর্মসূচি পালন করছে।

আপনার জেলার সংবাদ পড়তে