ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জানের সদকাস্বরূপ দু’টি ছাগল দান করেছেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, সাবেক ছাত্র নেতা এবং ঝিনাইদহ ৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।
সোমবার সন্ধ্যায় কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ফয়লা মহিলা কওমি মাদ্রাসার এতিমখানায় তিনি এই ছাগল দুটি প্রদান করেন। এসময় দুই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এসময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।কালীগঞ্জ শহরের ফয়লা গোহাটা হাফেজিয়া মাদ্রাসার এক শিক্ষক বলেন, আমাদের মাদ্রাসার এতিম শিশুদের জন্য এ ধরনের দান অত্যন্ত কল্যাণকর। বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ ভাই যে উদ্দেশ্যে এই সদকা দিয়েছেন, আমরা আল্লাহর দরবারে সেই দোয়া কবুলের জন্য প্রার্থনা করছি। আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন। তিনি আরও বলেন, এতিম শিশুদের মুখে হাসি ফোটানো অনেক বড় সওয়াবের কাজ।
হামিদুল ইসলাম হামিদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের হৃদয়ে। তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি এই সামান্য উদ্যোগ নিয়েছি। আল্লাহতালা যেন তাঁর ওপর অশেষ রহমত বর্ষণ করেন এবং দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।