মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

এফএনএস (ফারুক আহমেদ; মেহেরপুর) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪২ পিএম
মেহেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মেহেরপুরে পানিতে ডুবে লাবিব (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। লাবিব রাজনগর মল্লিক পাড়ার জমিরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন জানান, লাবিব তার বাড়ির পাশের পুকুর পাড়ে খেলাধুলা করছিল অসাবধানতা বশত পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।

লাবিবকে দীর্ঘ সময় তার পরিবার ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে পরবর্তীতে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহিনুর রশিদ বলেন, লাবিবকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাহ উদ্দিন বলেন, দুর্ঘটনা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পরবর্তীতে লাবিবের পরিবারের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে