মুন্সিগঞ্জ-৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৫ পিএম
মুন্সিগঞ্জ-৩ আসনে রিকশা মার্কার শক্তিশালী প্রচারণা

মুন্সিগঞ্জ-৩ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি এসেছে বাংলাদেশ খেলাফতে মজলিসের রিকশা মার্কার প্রচারণায়। ৩ ডিসেম্বর সকাল ১০টায় ভবেরচর বাজার থেকে স্ট্যান্ড পর্যন্ত অনুষ্ঠিত পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে ব্যাপক গণসমাগম দেখা যায়।

মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দলের শীর্ষ পর্যায়ের অংশগ্রহণে কর্মসূচিটি এলাকায় তাৎপর্য তৈরি করে। প্রার্থী মুফতি নূর হোসাইন নূরানী ও কেন্দ্রীয় নেতা মুফতি আতাউল্লাহ আমিনীর উপস্থিতি প্রচারণাকে আরও গতিশীল করে তোলে।

পথসভায় মুন্সীগঞ্জ ও গজারিয়া - ৩ আসনের এমপি প্রার্থী মুফতি নূর হোসাইন নূরানী আসন্ন নির্বাচনে জনস্বার্থ ও জবাবদিহিমূলক নেতৃত্বের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা ও এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের বিষয়ে তাঁর অঙ্গীকার তুলে ধরেন। নূরানী মনে করেন, জনগণের আস্থা অর্জনই তার প্রচেষ্টার কেন্দ্রভাগ এবং ভোটের মাধ্যমে জনগণ উন্নয়নের দিকনির্দেশনা দেবে।

মুফতি আতাউল্লাহ আমিনী পথসভায় জনগণকে শান্তিপূর্ণ ও সচেতনভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একটি দায়িত্বশীল গণতান্ত্রিক পরিবেশ গড়ে তুলতে সব পক্ষের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি আরো উল্লেখ করেন যে, রিকশা মার্কার পক্ষে জনসমর্থন বাড়ছে এবং জনগণের প্রত্যাশাকে মর্যাদা দিতে সংগঠন প্রতিশ্রুতিবদ্ধ।

এসময় অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বর্তমান সময়ের রাজনৈতিক বাস্তবতা, ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব এবং নির্বাচনকে জনগণের ক্ষমতায়নের উৎস হিসেবে উল্লেখ করেন। তারা জনগণকে ঘর থেকে বের হয়ে দায়িত্বশীলভাবে ভোট দেওয়ার অনুরোধ জানান। বক্তারা আরও মন্তব্য করেন যে, এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোর অগ্রগতির জন্য সুসংগঠিত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

পথসভা শেষে সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা ভবেরচর বাজারের বিভিন্ন পয়েন্টে ব্যাপক লিফলেট বিতরণ করেন। তারা জানান, নির্বাচনের বাকি দিনগুলোতে ঘন ঘন মাঠপর্যায়ের যোগাযোগ বৃদ্ধি করা হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে