বরিশালে এইডসে আক্রান্ত ২০ জনের মধ্যে ১১ জনই শিক্ষার্থী। দেশের অন্য কয়েকটি জেলার ন্যায় বরিশালে উদ্বেগজনক হারে বাড়ছে মরণব্যাধি এইচআইভি পজিটিভ রোগীর সংখ্যা।
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, বরিশালে গত এক বছরে ২০ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী। সূত্রমতে, এইচআইভি এইডস মরণব্যাধি রোগ। বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ছে। অনেক দেশে তা ভয়াবহ আকার ধারণ করেছে। মরণব্যাধি এইডসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে অনেক মানুষ। অন্যান্য দেশের মত বাংলাদেশেও বাড়ছে এইচআইভি আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের এইডস/এসটিডি প্রোগ্রামের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, দেশে ২০১৫ সালে পুরুষ সমকামীর সংখ্যা ছিল ১ লাখ ১১ হাজার। ২০২৩ সালে এই সংখ্যা বেড়ে ১ লাখ ৬৭ হাজার হয়েছে। দেশে শনাক্ত হওয়া রোগীদের সর্বশেষ তথ্য উল্লেখ করে সংশ্লিষ্টরা বলছেন, সারাদেশে মোট শনাক্ত রোগীর প্রায় ৫০ শতাংশই পুরুষ সমকামী হিসেবে চিহ্নিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে সমকামী পুরুষের আচরণ ঝুঁকিপূর্ণ। তারা সমাজের নীরব ঘাতক। রোগটি অন্যদের মাঝে ছড়িয়ে দিচ্ছে, যা উদ্বেগজনক।