খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় অর্ধশতাধিক মসজিদে দোয়া

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:২০ পিএম
খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় অর্ধশতাধিক মসজিদে দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় অর্ধশতাধিক মসজিদে বিশেষ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের উদ্যোগে নির্বাচনী এলাকার আগৈলঝাড়া উপজেলার অর্ধশতাধিক মসজিদে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ এশা দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া-মিলাদে বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতা কামনায় মহান আল্লাহতায়ালার দরবারে দুইহাত তুলে মোনাজাত করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পরেন। দোয়া-মিলাদে সর্বস্তরের মুসুল্লীরা অংশগ্রহণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে