সাত কলেজের শিক্ষার্থীরা

দাবি আদায়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি

এফএনএস অনলাইন:
| আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৯ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:২৮ পিএম
দাবি আদায়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তি
ছবি, সংগৃহিত

ঢাকা কলেজের সামনে সাত কলেজের শিক্ষার্থীরা প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সড়ক অবরোধ করেছেন। এতে রাস্তায় যাতায়াতকারীরা চরম বিপর্যয়ে পড়েছেন। কারণ নিউমার্কেটসহ আশপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, বুধবার সকাল থেকে ঢাকা কলেজের সামনের মিরপুর সড়কে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামেন সাত কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে শিক্ষার্থীরা আজিমপুর মোড় ঘুরে এসে ঢাকা কলেজের সামনের সড়ক অবরোধ করেন।

শিক্ষার্থীরা বলছেন, “শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তিন দফা আলোচনার পরও অধ্যাদেশের ব্যাপারে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রায় দেড় লাখ শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন। এ কারণে তারা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

আপনার জেলার সংবাদ পড়তে