নওগাঁর পোরশায় প্রাথমিক সহকারি শিক্ষকদের তিনদফা দাবি বাস্তবায়নের জন্য ইউএনও এবং প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলামের অফিস কক্ষে তাকে ওই স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির মাধ্যমে সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে, ১০ ও ১৬ পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান ও সহকারি শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদানের দাবি জানানো হয়। এসময় রাজবাড়ীতে সহকারি শিক্ষকগণের উপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করা হয়। এর আগে একই দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেনকে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপজেলার সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন। এবিষয়ে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন সহকারি শিক্ষকগণের স্মারকলিপি পেয়েছেন বলে নিশ্চিত করেন এবং বিষয়গুলি উর্দ্ধতন কতৃপক্ষকে অবগত করা হবে বলে জানান।