কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ

এফএনএস (টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৮ পিএম
কালীগঞ্জে এতিমখানায় ছাগল দান করলেন বিএনপি নেতা হামিদ

বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জানের সদকা হিসেবে কালীগঞ্জের একটি হাফেজিয়া এতিমখানায় ছাগল দান করেছেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা এবং ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদ।

মঙ্গলবার রাতে কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের শিমলা হাফেজিয়া এতিমখানায় এ দান কার্যক্রম সম্পন্ন হয়। এসময় এতিমখানার প্রধান মাওলানা আব্দুল আউয়ালসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাগল পেয়ে এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘ সুস্থতার জন্য বিশেষ দোয়া করেন।এতিমখানার প্রধান মাওলানা আব্দুল আউয়াল বলেন,এতিম শিশুদের জন্য এমন দান অত্যন্ত কল্যাণকর। হামিদুল ইসলাম হামিদ যে উদ্দেশ্যে সদকা দিয়েছেন, আল্লাহ যেন সেই দোয়া কবুল করেন। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।হামিদুল ইসলাম হামিদ বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সকলের হৃদয়ে। তাঁর সুস্থতা কামনা করে আমি সামান্য এই উদ্যোগ নিয়েছি। এতিম শিশুদের মুখে আনন্দ দেখতে পাওয়া আমার জন্য বড় প্রাপ্তি।তিনি সমাজের সামর্থ্যবান সকলকে এমন মানবিক কাজে এগিয়ে আসারও আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে