দিনাজপুরের চিরিরবন্দরে সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসর উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এ বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া দোয়া পরিচালনা করেন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি'র আহ্বায়ক, যুগ্ম আহ্বায়কবৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।