বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলে দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়া কখনও কারো সমন্ধে কুট কথা বলতেন না। তিনি কখনও প্রতিহিংসার রাজনীতি করেনি। তিনি একজন ভদ্র-শান্ত ও ধৈর্য্যশীল মহিলা। তিনি নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। আজ তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর জন্য বাংলার মানুষ দোয়া করছেন। আলেম-ওলামারা দোয়া করছেন আর কাঁদছেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা মন খোলে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহপাক যেন তাকে সুস্থতা দান করেন। বুধবার সকালে কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নস্থ জামালপুর ফুলকুঁড়ি একাডেমি আয়োজিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন। বুধবার (৩ ডিসেম্বর) সকালে জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাবলু, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর কবির প্রমূখ। জামালপুর ফুলকুড়ি একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক এডভোকেট মো. সাদেক হোসেন এর সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জামালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ ইকবাল হোসেন সরকার, সহ-সভাপতি জহিরুল ইসলাম মোড়ল, জামালপুর আলিম মাদ্রাসার সভাপতি আজিজুল হক মোড়ল, জামালপুর ফুলকুড়ি একাডেমীর পরিচালক মো. সোলায়মান মোড়ল প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে জামালপুর ফুলকুড়ি একাডেমীর পরিচালক মো. দোলোয়ার হোসেন, মো. জাকারিয়া মোড়ল, দালান বাজার ফুলকুড়ি একাডেমীর প্রধান শিক্ষক কুহিনুর বেগম, জামালপুর কলেজের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম শরিফ, জি এস মাসুদ বাগমার, সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষার্থীসহ স্থাণীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।