তানোরে আলুর বীজ নিয়ে প্রতারণা স্বপ্ন ভেঙ্গে পথে বসেছেন ১০ আলু চাষিরা

সাইদ হোসেন সাজু; তানোর, রাজশাহী | প্রকাশ: ৫ জানুয়ারী, ২০২৫, ০৭:১০ পিএম
তানোরে আলুর বীজ নিয়ে প্রতারণা স্বপ্ন ভেঙ্গে পথে বসেছেন ১০ আলু চাষিরা
চলতি মৌসুমে বরেন্দ্র অঞ্চলে যখন বীজের সংকট দেখা দেয়, ঠিক সেই সময় রাজশাহী তানোর উপজেলার সরনজাই ইউপির মন্ডলপাড়া ও ইটক্যালপাড়া গ্রামের অসহায় সহজ সরল প্রায় ১০ জন কৃষকগণকে টার্গেট করে দিনাজপুরের ১০০% বীজ দিবে বলিয়া খাওয়ার আলু প্যাকেট করে বীজের দাম হিসেবে ৯০ টাকা কেজি দরে ২৭ বিঘার প্রায় ৭,৫৬০ কেজি দিনাজপুরের আলু বীজ দিয়ে জালি''য়াতি করেছেন সরনজাই ইউপির খাঁ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(মিঠু)(৩৪) ও মৃত মুন্তাজ আলীর ছেলে মাইনুল ইসলাম(৩৮)। সরজমিনে মন্ডলপাড়া ও ইটক্যালপাড়া আলুর মাঠে দেখা মিলে ৩৯ দিন আগে মজির মাঠে আলু রোপণ করেন ভুক্তভোগী কৃষকরা তবে পাশের জমিতে আলুর গাছ উঠলেও তাদের জমিতে গাছ উঠেনি কয়েক জায়গায় গাছ উঠলেও তা পরিপূর্ণতা পায়নি। ফলে তাদের স্বপ্ন ভেঙ্গে পথে বসার আশঙ্কা। বর্তমান আলু চাষী'রা দুশ্চিন্তায় ভুগছেন ব্যাংক ও কিস্তিতে টাকা লোন নিয়ে তারা আলু রোপণ করেছেন এখন সেই লোন কিভাবে শোধ করবেন বলে হাউ মাউ করে কাঁদতে লাগেন অনেক আলু চাষীরা। আলু চাষী রা বলেন,খাঁ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম(মিঠু) আমাদের কাছ থেকে এক নম্বর দিনাজপুরী বীজ বলে টাকা নিয়েছে এখন গাছ হয়নি তার সাথে যোগাযোগ করা হলে উল্টো সেই হুমকি-ধমকি দেয় আমাদেরকে আমরা এই প্রতারকের একটি সুষ্ঠু বিচার চাই। এবিষয়ে আলুর বীজ বিক্রয়কারী মিঠুর সঙ্গে মুঠোফোনও কথা হলে তিনি বলেন আমি দিনাজপুরে আলুর বীজ কিনতে গিয়েছিলাম আমার নিজের জন্য তবে মন্ডলপাড়া ও ইটক্যালপাড়ার কিছু আলু চাষী রা আমাকে বলেন আলুর বীজের জন্য আমি তাদের আলু কিনে এনে দিয়েছি এর বেশি আমি কিছু জানিনা।ন১ জানুয়ারি তানোর উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ ও উপজেলা কৃষি অফিসে স্মারক লিপি প্রদান করেন ভুক্ত*ভোগী কৃষকরা। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান কৃষকের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে সত্যতা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার জেলার সংবাদ পড়তে