মোল্লাহাটে জামায়াত মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম রাহাদের প্রচারণা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৬ পিএম
মোল্লাহাটে জামায়াত মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম রাহাদের প্রচারণা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম রাহাদ নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বুধবার (৩ নভেম্বর) সকাল ১১টায় তিনি মোল্লাহাট বাজারের বিভিন্ন ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে মনজুরুল ইসলাম রাহাদের সঙ্গে উপজেলা জামায়াতের আমীর মোঃ হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহ, সাবেক সেক্রেটারি এস. এম. নাসির উদ্দিন, উপজেলা যুববিভাগের সভাপতি কামরুল হাসান, জামায়াত নেতা মোঃ মিজানুর রহমান বাবুল, মোঃ মোকাররম মিয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থী মনজুরুল ইসলাম রাহাদ ভোটারদের সামনে দলের বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন এবং এলাকাবাসীর সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রচারণাকালে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আপনার জেলার সংবাদ পড়তে