খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া

এফএনএস (কে. এন. ইসলাম বাবুল; সিরাজদিখান, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫০ পিএম
খালেদা জিয়ার আরোগ্য কামনায় সিরাজদিখানে বিএনপির দোয়া

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সিরাজদিখান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে  উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামে  এ মাহফিল অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ- ১ আসনের (সিরাজদিখান- শ্রীনগর) বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর  সভাপতিত্বে দোয়া মাহফিলে দলের সিনিয়র নেতাসহ অঙ্গ সংগঠনের সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা রোগে শারীরিক জটিলতায় ভুগছেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।

শেখ মোঃ আব্দুল্লাহ বলেন  “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতিচ্ছবি। তার অসুস্থতা আজ সমগ্র জাতির উদ্বেগে পরিণত হয়েছে। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্যও অত্যন্ত জরুরি। বেগম জিয়ার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্রের পথে নতুন গতি পেয়েছিল। আমরা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছি।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল বাতেন খান শামীম,  সিরাজদিখান থানা  বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, জেলা বিএনপির আহবায়ক সদস্য  মোয়াজ্জেম হোসেন বাবুল, থানা বিএনপি দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম, থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও থানা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাকী, জেলা মহিলাদের সদস্য সেলিনা আক্তার রুবি,  থানা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ইমরান সাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক  মো. আজিজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলামসহ থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। মাহফিলে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 

আপনার জেলার সংবাদ পড়তে