খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে খাবার বিতরণ

এফএনএস (টাঙ্গাইল) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫২ পিএম
খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় টাঙ্গাইলে খাবার বিতরণ

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল এবং রান্নাকরা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার বাদ জোহর টাঙ্গাইল শহরের ১৬নং ওয়ার্ডে বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।  

দোয়া মাহফিলে অংশ নেয় সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুন সরকার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক একে এম আব্দুল্লাহ, যুবনেতা মো. তৌহিদ লিখন, শহর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আজিজুল কদর বাবু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবিদ হাসান ইমন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়সার আহমেদ লিমন, সদস্য সাজ্জাত হাসান রিফাত প্রমুখ। এসময় ১৬নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে