নওগাঁর মহাদেবপুরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ইউসিবি এর মহাদেবপুর আউটলেট শাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা সদরের প্রাণকেন্দ্র পোষ্ট অফিস মোড়ে মরিয়র হায়দার কমপ্লেক্সের দোতালায় এর উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেখানে আয়োজিত গ্রাহক সমাবেশে শাখার এজেন্ট ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট সভাপতিত্ব করেন। ব্যাংকের নওগাঁ শাখার ব্যবস্থাপক এমডি মাসুদ রানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র সাংবাদিক কাজী সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, ইউসিবি এজেন্ট ব্যাংক ডিভিশনের বগুড়া জোনের এরিয়া ম্যানেজার এইচ, এম, শাহরিয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক ও হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, এম, হান্নান, ইউসিবি এজেন্ট ব্যাংকিং মহাদেবপুর আউটলেট শাখার পরিচালক ইখতিয়ার উদ্দিন দূরন্ত প্রমুখ। পরে অতিথিরা ফিতে কেটে ব্যাংকের কার্যক্রম উদ্বোধন করেন। বক্তারা জানান, এই ব্যাংকের এই শাখায় নতুন একাউন্ট খোলা, টাকা জমা রাখা, উত্তোলন, ঋণ বিতরণ সকল কার্যক্রম নিয়মিত হবে। গ্রাহকরা নিশ্চিন্তভাবে এই শাখায় অর্থ লগ্নি করতে পারবেন।