দিনাজপুরের বীরগঞ্জে "মৃতদের সম্মান রক্ষা কর, কবরস্থান দখলকারীর প্রচেষ্টাকে প্রতিহত কর , এই প্রতিপাদকে সামনে রেখে উপজেলার বড় করিমপুর দর্গাডাঙ্গা কবরস্থানটি অনাদিকাল থেকে কবরস্থান, কতিপয় ব্যক্তি ভুয়া কাগজপত্র দেখিয়ে ভুয়া দাবি নিয়ে কবরস্থানটি দখল করার পাঁয়তারা করছে, এর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩ ডিসেম্বর বড় করিমপুর এলাকাবাসীর আয়োজনে কবরস্থান সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অভিযোগ করা হয়, অনাদিকাল থেকে ব্যবহৃত বড় করিমপুর দর্গাডাঙ্গা কবরস্থানটি কতিপয় ব্যক্তি ভুয়া কাগজপত্র ও মিথ্যা দাবি দেখিয়ে দখলের পাঁয়তারা করছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন এবং কবরস্থান রক্ষার দাবি জানান।
এলাকাবাসী জানান, কবরস্থানটি তাদের পূর্বপুরুষের স্মৃতি ও ধর্মীয় দায়বদ্ধতার সঙ্গে জড়িত। তাই কোনো অবস্থাতেই দখল হতে দেওয়া হবে না। দ্রুত দখলচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান তারা।