কুমিল্লার হোমনা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি, সহ সভাপতি ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
সভাপতি, সহসভাপতি পদে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ হয়। মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দ শেষে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়।
সভাপতি পদে ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. আক্তার হোসেন (ছাতা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু নাছের ওয়াহেদ সম্পদ (মাছ) পেয়েছেন ৪৮ ভোট। সহ-সভাপতি পদে মিলনের নেছাসহ আরও ছয়টি সদস্য পদে লতিফ, মো. মোতালেব হোসেন, আবুল কাশেম, মো. গিয়াস উদ্দিন, মো. কামাল হোসেন ও মাফিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনী ফলাফল ঘোণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শফিকুল আলম এবং সদস্য ও বিআরডিবির হিসাবরক্ষক মো. জামাল উদ্দন।