বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র উদ্যোগে জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরির লক্ষ্যে বসতবাড়িতে আধুনিক উপায়ে বীজ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১০টায় উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া সিসিআরসি অফিসে এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার ডল্টন রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিসিডিবি উপজেলা সমন্বয়কারি সুব্রত মিস্ত্রী, মাঠ সহায়ক কঙ্কন বৈরাগী, দৈনিক পূর্বাঞ্চলের মোরেলগঞ্জ প্রতিনিধি এম. পলাশ শরীফ, সিসিডিবির দিপু হালদার ও সিগ্ধা পাল। প্রশিক্ষণ শেষে পশুরবুনিয়া ও সন্ন্যাসী গ্রামের ২৫ জন কৃষিজীবী পরিবারের জনপ্রতি মাঝে ১০০ লিটারের একটি করে ড্রাম, ১০ লিটারের একটি, ২ লিটারের ১ টি ও ৮শ" মিলিলিটারের ২ টি করে ড্রাম বিতরণ করা হয়।