তালা-কলারোয়া আসনে ধানের শীষের পক্ষে এবার গণজোয়ার বইতে শুরু করেছে। আর এই সফলতার কাজটি করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ হাবিবুল ইসলাম হাবিব। তিনি রাত-দিন বিরামহীন ভাবে তালা-কলারোয়া আসনের প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের দরদশার কথা শুনছেন। সাথে সাথে কুশল বিনিময় করে তিনি ধানের শীষে ভোটও চাচ্ছেন। আর একারনে এবার তালা-কলারোয়া আসনে ধানের শীষে গণজোয়ার বইছে। এদিকে এর অংশ হিসাবে কলারোয়া উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ইউনিয়নবাসীকে সাথে নিয়ে সংসদ সদস্য পদ প্রাথী হাবিবুল ইসলাম হ্বাবি এর পক্ষে তার ইউনিয়নের ধানের শীষ এর লিফলেট বিতরণ করে জনপ্রিয়তার শীষে রয়েছেন। আর এ কারনে কুশোডাঙ্গায় ধানের শীষের গণজোয়ার বইছে।