চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সাইনস (সিএমএস'র) অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১০ টায় উপজেলা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রজেক্টারে মাধ্যমে সংস্থার কার্যক্রম তুলে ধরে অবহিত করা হয়। সিএমইএসের ইমপাওয়ারিং ওমেন এন্ড গালর্স প্রজেক্টের নয়াদিয়াড়ি ইউনিটের প্রশিক্ষার্থীরা ও বিভিন্ন এন্টার প্রাইজের মালিক এতে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওই ইউনিটের কম্পিউটার ট্রেইনার সাবিনা ইয়াসমিন ও সহযোগিতায় ছিলেন ফ্যাসিলেটর বিলকিস পারভিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকীর মুন্সী। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা কর্তকর্তা জাহাঙ্গীর আরিফ প্রামাণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমী সুপারভাইজার আসমা খাতুন, গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের সদস্য বজুরুদ্দিন, নারী সদস্য নাজিরা বেগম ও সুমাইয়া খাতুন, সাংবাদিক আল-মামুন বিশ্বাস, এনজিও প্রতিনিধি সেলিম রেজা, প্রশিক্ষণার্থী নাদিয়া খাতুন,ডালিয়ারা বেগম, আশ্বিয়া ও সামেয়া খাতুন।