বাঘায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৪ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:০৪ পিএম
বাঘায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

রাজশাহীর বাঘায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মবিরতি পালন করেন। বুুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯-১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।

জানা গেছে, উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতীকরণের দাবিতে কর্মবিরতি পালন করে। উপজেলায় প্যাথলজি, ডেন্টাল, ফিজিও থেরাপি, রেডিও থেরাপি, ফার্মেসী এবং মেডিকেল টেকনোলজি পদে ১৬ জন কর্মকর্তা রয়েছেন। তারা কর্মবিরতিতে অংশ গ্রহন করেন। কর্মবিরতি শেষে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

এ বিষয়ে প্যালোলজি বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেন, এর আগে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের দাবির প্রেক্ষিত তাদের পদায়নের বিভিন্ন কর্মসূচী পাল করেছেন। আমরাও পালন করছি। সরকার এই দাবি না মানেন, কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটা করবো। তবে কর্মবিরতির কারনে রোগীদের কিছুবিড়ম্বনার স্বীকার হতে হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে