দিনাজপুরের পাবর্তীপুরে রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার (কেলোকা) বৈদ্যুতিক সাব স্টেশনের ইনচার্জ উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলামকে বিদায় সংবধর্না দেওয়া হয়েছে। আজ রবিবার দুপুরে কারখানার মিলনায়তনে ওই সংবধর্না অনুষ্ঠিত হয়। সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেলোকার প্রধান নির্বাহী (সিইএক্স) মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কার্য্য ব্যবস্থাপক মো: ময়েন উদ্দিন সরদার ও কার্য্য ব্যবস্থাপক রবিউল ইসলাম। সভাপতিত্ব করেন, কারখানার বৈদ্যুতিক শাখার সহকারী প্রকৌশলী মো: শাহজাহান মোল্লা। সংবধর্না অনুষ্ঠানে কারখানার সর্বস্তরের কর্মকর্তা কমর্চারী উপস্থিত ছিলেন। বিদায় সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান নির্বাহী (সিইএক্স) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিদায়ী অতিথি সাইফুল ছিলেন একজন কর্মী বান্ধব কর্মকর্তা। তিনি কেলোকার উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা তাঁকে মনে রাখতে চাই। পরে, কর্মকর্তা কমর্চারীরা বিদায়ী অতিথির হাতে বিভিন্ন উপহার তুলে দেন।