ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ৪৭তম বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর থেকে মধ্যরাত ব্যাপী মাদ্রাসা মাঠে এ ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি তুলে দেন বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী।
মাহফিলের প্রথম অধিবেশন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও মাহফিলের দ্বিতীয় অধিবেশন মাওলানা আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছির উদ্দিন জাফরীর সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র শিক্ষক মাওলানা আমীর আহমেদের সঞ্চালনায় মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতি শামসুল হক সুফিজী,বরুনা মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা মুফতি ওলিউর রহমান হামিদী, জামিয়া সিরাজিয়া ভাদুঘর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা কামাল উদ্দিন কাসেমী, ঢাকা মুগদার মাওলানা মেরাজুল হক মাজহারী,সরাইল বিকাল বাজার শাহী মসজিদের পেশ ইমাম মাওলানা শেখ আমান উল্লাহ,মাওলানা আবদুর নুর বাহুবলী,মাওলানা ফখরুল ইসলাম কাসেমীসহ স্থানীয় ও বিভিন্ন স্থান থেকে আসা আরো অনেক ওলামায়ে কেরাম মাহফিলে বয়ান করেন।
এর আগে মাদ্রাসার বার্ষিক আয় ব্যয় পেশ করেন মাদ্রাসার নাজিমে তলিমাত মাওলানা রায়হান আহমদ শরীফী। মাহফিলে মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মো: আবেদ হাসান,হাফেজ মো: ছগির আহমেদ ও হাফেজ আরিফুল ইসলামকে পাগড়ী প্রদান করা হয়।
মাহফিলে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বেড়তলা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সাইফুল্লাহ বিন আনসারী, খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম শহীদুল্লাহ,বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা সভাপতি মাওলানা আবদুস সাত্তার, জেঠাগ্রাম মাদ্রাসার মুহতামিম হুসাইন আহমেদ খান,ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: কামরুল ইসলাম,মাদ্রাসার সেক্রেটারি মোহাম্মদ নজরুল ইসলামসহ মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।