ইন্দুরকানিতে জমিজমা বিরোধে প্রতিপক্ষের পরিত্যক্ত গোয়ালঘরে আগুন

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৭ পিএম
ইন্দুরকানিতে জমিজমা বিরোধে প্রতিপক্ষের পরিত্যক্ত গোয়ালঘরে আগুন

পিরোজপুরের ইন্দুরকানীতে জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের পরিত্যক্ত গোয়ালঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের উত্তর কলারন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের দুলাল দত্ত ও রতন শিকদারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে ১২টার পর দুলাল দত্তের পরিত্যক্ত গোয়ালঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা এগিয়ে আসে। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে এবং তখন কোন মারামারি বা যখম হয়নি।

এ ঘটনায় দুলাল দত্ত অভিযোগ করে বলেন, “পূর্ব শত্রুতার জেরে রতন শিকদারের লোকজন আমার পরিত্যক্ত গোয়ালঘরে আগুন দিয়েছে। এবং পূর্ব  শত্রুতার কারণে আমার ভাইয়ের স্ত্রী কাজল ও তার ছেলেকে কুপিয়ে জখম করেছে তারা। বর্তমানে তারা ইন্দুরকানী হাসপাতালে চিকিৎসাধীন।”

অভিযোগ অস্বীকার করে রতন শিকদার বলেন, “কে বা কারা রাতের অন্ধকারে আগুন দিয়েছে আমরা জানি না। খবর পেয়ে আমরা নিজেরাই স্থানীয়দের নিয়ে আগুন নিভাতে যাই। পরে শুনি দুলাল দত্তের ভাইয়ের বউ ও ছেলে হাসপাতালে ভর্তি হয়েছে। নিজেদের মাথা কেটে আমাদের ওপর মিথ্যা অভিযোগ চাপানোর চেষ্টা করছে।” এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান কবির বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার জেলার সংবাদ পড়তে