চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৮ পিএম
চরভদ্রাসনে নবাগত ইউএনও’র সাথে মতবিনিময় সভা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত ইউএনও জালাল উদ্দিনের সাথে কর্মরত কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাবসায়ী নেতৃবৃন্দ ও সুশিল সমাজের সাথে এক পরিচিতি ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিনি কনফারেন্স রুমে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ মতবিনিময় সভার আয়োজন করেন প্রশাসন।

এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন নবাগত ইউএনও জালাল উদ্দিন। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন ও উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার। 

সভায় অন্যান্যর মধ্যে মতামত ব্যাক্ত করেন, উপজেলা বিএনপি নেতা ওয়াহিদুজ্জামান মোল্যা, মোঃ শাহজাহান শিকদার, এ.জি.এম বাদল আমিন, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন, আব্দুস সবুর কাজল, লিয়াকত আলী লাভলু ও শিক্ষক সামসুদ্দিন আহাম্মেদ প্রমূখ। সভায় প্রশাসনের গতিশীল কর্মকান্ডকে আরও ত্বরান্বিত করতে নবাগত ইউএনও উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের তাগিত দেন এবং সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি আদর্শ উপজেলা গড়ে তোলার জন্য তিনি সর্ব মহলের সহায়তা কামনা করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে