সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এফএনএস (জালাল উদ্দিন; সাঁথিয়া, পাবনা) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৩ পিএম
সাঁথিয়ায় বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পাবনার সাঁথিয়ায় করমজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগচীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার(৪ডিসেম্বর)সকাল ১১ টায় বায়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে গার্ড অব অনার শেষে জানাজা দেওয়া হয়। গার্ড অব অনারে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আসিফ রায়হান ও সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনিসুর রহমান। 

এ সময় জানাযা নামাজে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি শামসুর রহমান,৬৮ পাবনা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন,উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান,সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আখতারুজ্জামান মঞ্জিলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাযা শেষে তাঁকে বায়া পাণিশাইল কবর স্থানে দাফন করা হয়।উল্লেখ্য,বুধবার (৩ডিসেম্বর)বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

আপনার জেলার সংবাদ পড়তে