এনডিসি হলেন যুগ্মসচিব এস এম নজরুল ইসলাম

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৮ পিএম
এনডিসি হলেন যুগ্মসচিব এস এম নজরুল ইসলাম

বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব এস এম নজরুল ইসলাম ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সফলভাবে সম্পন্ন করেছেন। জাতীয় নিরাপত্তা, কৌশল এবং উন্নয়নবিষয়ক দেশের সর্বোচ্চ এই পেশাগত প্রশিক্ষণ কোর্সটি শেষ করে তিনি 'এনডিসি' উপাধিপ্রাপ্ত হন।

বুধবার মিরপুর সেনানিবাসে জাঁকজমকপূর্ণ গ্রাজুয়েশন সেরিমনি ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি কোর্স সমাপ্তকারী কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন। এ সময় তিন বাহিনী প্রধান, মাননীয় উপদেষ্টাগণ, কেবিনেট সচিবসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ বছর এনডিসি কোর্সে মোট ৯৬ জন কর্মকর্তা সনদ অর্জন করেন। এর মধ্যে ১৮টি ভ্রাতৃপ্রতিম দেশের ২৯ জন বিদেশি সামরিক কর্মকর্তা, বাংলাদেশের তিন বাহিনীর ৪৯ জন ব্রিগেডিয়ার জেনারেল সমমর্যাদার সামরিক কর্মকর্তা এবং ১৮ জন যুগ্মসচিব পর্যায়ের বেসামরিক কর্মকর্তা অংশ নেন। 

জাতীয় নিরাপত্তা, ভূরাজনীতি, অর্থনীতি, উন্নয়ন কৌশল, রাষ্ট্র পরিচালনা ও নেতৃত্ব বিকাশসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দীর্ঘ এক বছরব্যাপী কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা কোর্স সম্পন্ন করেন।

ন্যাশনাল ডিফেন্স কোর্স বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চতর পেশাগত প্রশিক্ষণ, যা সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন এবং মিত্র দেশের সিনিয়র কর্মকর্তাদের কৌশলগত নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিরপুর সেনানিবাসে অবস্থিত ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এ কোর্সটি পরিচালনা করে।

এস এম নজরুল ইসলাম এনডিসি কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের কৃতিসন্তান। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি সততা, নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন। এনডিসি সনদ অর্জনের মাধ্যমে তার প্রশাসনিক ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

কোর্স সমাপ্তির পর তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এক বছরের চ্যালেঞ্জিং যাত্রা তার পেশাগত জীবনকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের উন্নয়ন ও সুশাসনে অবদান রাখতে তাকে নতুনভাবে অনুপ্রেরণা দেবে।

আপনার জেলার সংবাদ পড়তে