সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ২৩১ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে দেড়শ পেরিয়ে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্ল্যাক ক্যাপসরা দ্বিতীয় ইনিংসে অধিনায়ক টম ল্যাথাম ও রাচীন রবীন্দ্রর বড় সেঞ্চুরিতে ৪১৭ রানে পৌঁছে তৃতীয় দিনের খেলা শেষ করেছে। কিউইদের লিড তাতে দাঁড়িয়েছে ৪৮১। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়রা টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে ৯ উইকেটে ২৩১ রানে প্রথমদিনের খেলা শেষ করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের সকালে নেমে আর কোন রান যোগ করতে পারেনি। ৭০.৩ ওভারে ২৩১ রানে অলআউট হয় প্রথম ইনিংসে। পরে ব্যাটে নেমে ৭৫.৪ ওভারে ১৬৭ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যায় উইন্ডিজ। কিউইরা এগিয়ে থাকে ৬৪ রানে। এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে কোন উইকেট না হারিয়ে ৩২ রানে দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। ৯৬ রানের লিড হয়ে গিয়েছিল। টম ল্যাথাম ১৪ ও ডেভন কনওয়ে ১৫ রানে তৃতীয় দিনে লিড বাড়াতে নামেন। বৃহস্পতিবার আরও ৬৩.৩ ওভার খেলে ৩৯৫ রান যোগ করেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৯৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪১৭ করে দিনের খেলা শেষ করেছে। আরও দুদিন ও ৬ উইকেট হাতে রেখে লিড টেনে নিয়েছে ৪৮১ রানে। দিনের শুরুতে কনওয়ের (৩৭) উইকেট হারায় নিউজিল্যান্ড। ল্যাথামের সঙ্গে যোগ দেন রাচীন রবীন্দ্র। দুজনে ২৭৯ রানের জুটি গড়েন। তৃতীয় উইকেটে ক্যারিবীয়দের বিপক্ষে কিউইদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড গড়েছে এটি। ল্যাথাম ২৫০ বলে ১২ চারে ১৪৫ রানের ইনিংস খেলে ফরেন। টেস্টে ৬ হাজার রান পূর্ণ করা তারকার সাদা পোশাকে ১৪তম সেঞ্চুরি। রবীন্দ্র ফেরেন ওয়ানডে ঢংয়ে ১৮৫ বলে ২৭ চার ও এক ছক্কায় ১৭৬ রানের ইনিংস খেলে। ২৬ বর্ষী অলরাউন্ডারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি। উইল ইয়াং ২১ ও মাইকেল ব্রেসওয়েল ৬ রানে অপরাজিত আছেন। ক্যারিবীয়দের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ ও জাডেন সিলেস। হ্যাগলি ওভালে ওয়েস্ট ইন্ডিজকে জিততে রেকর্ড গড়তে হবে। এখানে ২৮৫ রান তাড়া করার ইতিহাস রয়েছে। নিউজিল্যান্ড ২০২৩ সালে রেকর্ড গড়ে জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। রেকর্ডের ভাবনার আগে অবশ্য দেখার চতুর্থ দিনে লিড আর কতটা পাহাড়চূড়ায় তুলে থামে স্বাগতিকরা।