অবশেষে দীর্ঘ অনশনের ফল পেতে যাচ্ছে আমজনতার তারেক রহমান। নিজের দলের নিবন্ধন পাওয়ার জন্য তিনি টানা ১২৫ ঘণ্টা অনশন করেন নির্বাচন কমিশনের সামনে। তারেক রহমানের নেতৃত্বাধীন ‘আমজনতার দল’ নিবন্ধন পেতে চলেছে। এছাড়াও নিবন্ধন পাচ্ছে ‘জনতার দল’ নামের আরেকটি দল।
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বৃহস্পতিবার এ তথ্য জানান।
আখতার আহমেদ বলেন, “গতকাল দুটি রাজনৈতিক দলের নিবন্ধনের বিষয়ে বাড়তি তথ্য অনুসন্ধানে তাদের নীতিগত সম্মতি হয়েছে যে নিবন্ধন দেওয়া হবে। একটা বাংলাদেশ জনতার দল, আরেকটা আম জনতার দল। এই দুটি দল নিয়ে আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এরপর দাবি-আপত্তি নিষ্পত্তি করে নিবন্ধন চূড়ান্ত করা হবে।”
এদিকে আজ দুপুরে নির্বাচন ভবনে দলের নিবন্ধন সম্পর্কে জানতে এসে আমজনতার দলের সদস্যসচিব তারেক রহমান জানান, আমাদের নিবন্ধনের সিদ্ধান্ত জানতে এসেছিলাম। কমিশন থেকে জানানো হয়েছে আমাদের নিবন্ধন দেওয়া হবে এবং প্রতীক হিসেবে আমরা প্রজাপতি চেয়ে আবেদন করেছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বেশ কয়েকটি নতুন দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল। তবে প্রাথমিক যাচাই-বাছাই ও মাঠের তথ্যের ভিত্তিতে ইসি মাত্র কয়েকটি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করে। এই তালিকায় ‘আমজনতার দল’ ও ‘জনতার দল’-এর নাম ছিল না। দলটির সদস্য সচিব তারেক রহমান অভিযোগ করেন, তাদের দলের সব শর্ত পূরণ করা সত্ত্বেও রাজনৈতিক বিবেচনায় নিবন্ধন দেয়া হয়নি।
ইসির এই সিদ্ধান্তের প্রতিবাদে গত ৪ নভেম্বর থেকে তিনি নির্বাচন ভবনের সামনে আমরণ অনশনে বসেন। টানা ১২৫ ঘণ্টা তিনি এই অনশন চালিয়ে যান। একই সময়ে ‘জনতার দল’ও নিবন্ধনের দাবিতে ইসির কাছে তাদের চূড়ান্ত আবেদন পুনর্বিবেচনার দাবি জানায়।