দেশের লাখো মানুষের আস্থাভাজন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুেরন্স কোম্পানি লিমিটেডের উদ্যোগে এক বাৎসরিক সমাবেশ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনভর উক্ত ইন্সুরেন্সের সুজানগর সার্ভিস পয়েন্টের উদ্যোগে পাবনা রানা ইকো পার্কে ওই সমাবেশ ও বনভোজন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুেরন্স কোম্পানি লিমিটেডের এম.ডি মোঃ এম.এম মনিরুল ইসলাম তপন। উক্ত ইন্সুরেন্সের স্টার প্রকল্পের ডেপুটি প্রকল্প প্রধান মোঃ আব্দুল ওহাব দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন ইন্সুরেন্সের স্টার প্রকল্পের প্রকল্প প্রধান মোঃ আবুল মুনসুর আহমেদ, এপিএইচ মোছাঃ তানজিলা খাতুন, মোঃ আব্দুল আহাদ খান ও মোঃ উজ্জ্বল হোসেন খান। বক্তারা কোম্পানির সমৃদ্ধি অর্জনে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে ইন্সুরেন্সের বিভিন্ন শাখার দুই শতাধিক কর্মকর্তা ও সদস্য অংশ নেয়।